• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

করোনা রোগী সনাক্ত হওয়ায়

ঠাকুরগাঁও শহরের টিকিয়াপাড়ার তিনটি গলি লকডাউন

ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃআসাদুজ্জমান ঠাকুরগাঁও: শহরের টিকিয়াপাড়ার তিনটি গলি লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার টিকিয়াপাড়ায় একজন করোনা রোগী সনাক্ত হওয়ায় রাতে লকডাউন ঘোষণা করে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা শহরের টিকিয়াপাড়া একজন করোনা আক্রান্ত নারী স্বামীসহ বর্তমানে পঞ্চগড়ে অবস্থান করছেন,তার বিষয়টি ইতিমধ্যে পঞ্চগড় প্রশাসনকে জানানো হয়েছে। তার শ্বশুরবাড়ির বাকী সদস্যদের মঙ্গলবার রাতেই হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
সে কারণে ওই এলাকার পাসপোর্ট অফিস গলি, ব্রাক অফিস গলি ও গুপ্ত নার্সারির গলিগুলোকে লক ডাউন করা হয়েছে। লকডাউনকৃত গলির বাসা থেকে কাউকে বের না হওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এ বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলারগণ কাজ করছেন বলে জানা গেছে। পরে সদর থানা পুলিওেশর পক্ষ থেকে সেখানে মাইকিং করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছন।
লকডাউনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আলমামুন, সদর থানার অফিসার ইন চার্জ মোঃ তানভিরুল ইসলাম,ওসি তদন্ত গোলাম মর্তুজা, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আাদুজ্জামান আসাদ, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।