• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বকশীগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতদের নমুনা সংগ্রহ শুরু

 বকশীগঞ্জ, জামালপুর,                             ফিরোজ আল মুজাহিদ বাবু:             জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা ভাই -রাসের সংক্রমণ রোধে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজী -পুর ফেরতদের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।২২ এপ্রিল উপজেলার ধানুয়া কামালপুর ইউ -নিয়নের বিভিন্ন গ্রামের ১০ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও বাট্টাজোড় ইউনিয়নে একজন ও উপ -জেলা হাসপাতালের একজন স্টাফের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট ১২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক নাজিম শাহরিয়ার জানান, করোনার সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রত্যেক ইউনিয়নে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যারা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর , মানিকগঞ্জ ও নরসিংদী জেলা থেকে ফিরেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হবে। একই সঙ্গে যাদের করোনা উপসর্গ রয়েছে তারাও নমুনা দিতে পারবে। ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নমুনা সংগ্রহের বিষয়টি অবগত করা হয়েছে। এর আগে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিদকর্শকদের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। ধানুয়া কামালপুর ইউনিয়নে ২২ এপ্রিল শুরু হলেও পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নেই নমুনা সংগ্রহ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।