ফরিদপুর পৌরসভার বর্ধিত ও নব গঠিত ২৫ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেছেন।
গতকাল বুধবার দুপুরে মেয়র বন্যায় ক্ষতিগ্রস্থ ভাজনডাঙ্গা,সাদিপুর ও গুচ্ছ গ্রাম এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাউল, নগদ ৫শত টাকা ও বিশুদ্ধ পানি বিতরন করেছেন।
মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন,পৌর এলাকার মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রত্যেকেই পৌরসভার পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। একটি লোককেও না খেয়ে থাকতে হবেনা, তিনি যে কোন সমস্যায় মেয়রের সাথে যোগাযোগ করতেও অনুরোধ জানান।
ত্রাণ বিতরনকালে পৌর সচিব তানজিলুর রহমান মিলন, এ্যাকাউন্টস অফিসার ফজলুল করিম আলাল,উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, সৈয়দ মোঃ আশরাফ,বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামানসহ পৌরকর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।