বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমাম নিহত
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বনমালীপুর গ্রামে আজ ২৩ শে মার্চ সকাল ৮ টা ৩০ মিনিটে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ট্রেনে কাটা পড়ে বোয়ালমারী উপজেলার খামার পাড়া গ্রামের মালিম মুন্সী’র পুত্র হাফেজ মাসুদুর রহমান (২৪) নিহত হয়েছে।খোঁজ নিয়ে জানা যায় মাসুদুর রহমান সাইকেলে চড়ে রেল পার হচ্ছিলেন।তিনি বনমালীপুর তালিম উদ্দীন মাদ্রাসায় মাওলানা পড়তেন, পাশাপাশি ইছাডাঙ্গা মসজিদে ইমামতি করতেন।রেলের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা ছোট ছোট ঘরের কারনে সামনে পিছনে ঠিকমত দেখা যায় না এজন্য দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী এই ঘরগুলো অপসারন করতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।