মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-২৩/০৪/২০২০ ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সকালে আমেরিকান প্রবাসী স্বেচ্ছাসেবকলীগের আমেরিকা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের আন্তঃজার্তিক বিষয়ক সহ সম্পাদক এবং সরকারি কেএম কলেজের সাবেক ভিপি সাখাওয়াৎ বিশ্বাসের পক্ষ হতে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। সারাদেশে করোনা ভাইরাসের কারনে যেসব অসহায় মানুষ বিপদগ্রস্হ্য অবস্হায় আছেন সেসব পরিবারে মধ্যে প্রায় ৫’শতাধীক পরিবারকে চাউল,ডাউল, আলু ও তৈল বিতরন করা হয়। বাংলাদেশে সাখাওয়াৎ বিশ্বাসের পক্ষ হতে তার বড় ভাই ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস ও তাদের পিতা ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহা্জ্ব মহিউদ্দিন বিশ্বাস এসব ত্রান সামগ্রী বিতরন করেন। সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস বলেন, বিশ্ব আজ করোনার কারনে কোনঠাসা হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা কারো কাছে হাত পাততে লজ্জা বোধ করেন। আমরা সেসব পরিবারেও গোপনে ত্রান পাঠিয়েছি। আমি আশা করব সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তি এখন এগিয়ে এসে মানবতার পরিচয় দিবেন। একই সাথে মহান আল্লাহ সকলকে এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবেন।