মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জান চৌধুরী জুয়েল।
রবিবার (২২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সালথা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মন্ডপের পূজারী, ভক্ত ও পূন্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, এবং পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ সফর সঙ্গী ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে জুয়েল চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে নৌকা মার্কায় আপনাদেরকে ভোট দিতে হবে। একমাত্র নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করুন। শেখ হাসিনা সরকার বাংলাদেশের যে উন্নয়ন করেছে বিগত দিনের কোন সরকার এই উন্নয়নের ধারের কাছেও নেই।
২২ অক্টোবর ২০২৩