• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
দিনাজপুর জেলা থেকে হাওড় অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক পাঠানো হচ্ছে 

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিত্তবান ব্যক্তিদের সহযোগিতায় দিনাজপুর থেকে সুনামগঞ্জ ও হাওড় অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক পাঠানো হচ্ছে। জেলার প্রতিটি উপজেলা থেকে এই কার্যক্রম চলমান থাকবে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  দিনাজপুর জেলার  খানসামা উপজেলা থেকে হাওড় অঞ্চলে শ্রমিক পাঠানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহমেদ মাহবুব-উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, মাইফ্রেশ ওয়াটার কোম্পানির স্বত্বাধিকারী মো. লিয়ন চৌধুরী।

সুনামগঞ্জে গাড়ি পাঠানোর ভাড়া এবং শ্রমিকদের রাস্তায় খাবার ব্যবস্থা করেছেন মাইফ্রেশ ওয়াটার কোম্পানির মালিক লিয়ন চৌধুরী। জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তা সমাজের বিত্তবান লোকদের এই কাজে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহবান জানান।

বিঃদ্রঃজেলা থেকে শ্রমিকদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা করে পাঠানো হচ্ছে। যেই বাসটি শ্রমিকদের বহন করবে সেই বাসটিতে অন্য কোন যাত্রী প্রবেশ করতে পারবেন না আর ফেরার পথে যাত্রী আনতেও পারবেন না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।