যৌনকর্মীদের মাঝে শাপলা মহিলা সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকা ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীর ২১০জন যৌনকর্মীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থা। মিজারি ও দাতা সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মো. বদরুল ইসলাম, পৌর কাউন্সিলর আনিছুর রহমান সাবুল,জয় নারী কল্যাণ সংঘের সভানেত্রী আলেয়া বেগম।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, আলু ১০ কেজি, ডাউল ৩ কেজি, তৈল ২লিটার, লবন ১ কেজি, সাবান ২টি ও মাস্ক ১টি।