• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
করোনা মোকাবেলায় বৃহত্তর ফরিদপুরের তিন জেলায় দরিদ্রদের পাশে তিনটি এনজিও

মাহবুব হোসেন পিয়াল,২৩ এপ্রিল,ফরিদপুর : দাতা সংস্হা  UKAID Ges Start Fund Bangladesh এর সহযোগিতায় একেকে, এসডি এস এবং মুসলিম এইড কভিভ-১৯ জরুরী সাড়া প্রদান কার্যক্রম নামক ৪৫ দিন মেয়াদী একটি প্রকল্প যৌথভাবে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বাস্তবায়ন করছে। যা শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলার কেদারপুর ও ভুমখাড়া ইউনিয়ন ও নড়িয়া পৌরসভা, সদর উপজেলার চিতলিয়া, তুলাসার ও ডোমসার ইউনিয়ন এবং মাদারীপুর সদর উপজেলার দুধখালি, ঝাউদি ও শিলারচর এবং শিবচর উপজেলার দক্ষিন বহেরাতলা, বাঁশকান্দি ও শিবচর পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। তিন জেলায় ২,৭৩০ অতিদরীদ্র ও আর্থিকভাবে অ-স্বচ্ছল পরিবারকে হাইজিন কীট (পরিষ্কার পরি চ্ছন্নতা উপকরণ: লাক্স সাবান-১০টি, হুইল সাবান- ৮টি, স্যানোরা-১প্যাকেট (১৬টি), ঢাকনা ও কলসহ বালতি-১টি, মগ ১টি, মাক্স-১প্যাকেট-৫০টি, স্যাভ লন-৫০০লি.) এবং সচেতনতামূলক লিফলেট তালিকাভুক্ত ক্ষতিগ্রস্তদের বাড়ী বাড়ী গিয়ে বিতরন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বাজার চৌরাস্তায় যেখানো লোক সমাগম বেশী কিন্তু হাত ধোয়ার কোন ব্যবস্হা নেই, সেখানে হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংক স্হাপন করা হয়েছে। এলাকায় জন সচেতনা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে স্হানীয় পর্যায়ে কেবল টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন সচে তনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৬টি থানা স্বাস্হ্য কমপ্লেক্সে সীমিত পরিসরে থার্মাল মিটার, লেবুলাইজার এবং অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। কার্যক্রম পরিচালনায় স্হানীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্হানীয় সরকার প্রতিনিধি ও জনগনের ব্যাপক সহযোগীতা ও সম্পৃক্ততা রয়েছে। উক্ত কার্যক্রমগুলো বাস্তবায়নে তিন জেলার জনগনের মধ্যে কভিড-১৯ প্রতিরোধে ব্যপকভাবে উপকৃত হচ্ছছে বলে স্হানিয়রা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।