নিরঞ্জন মিত্র (নিরু) : ফরিদপুর সুবিধা বঞ্চিত নাগরিকদের মাঝে বিচার সেবা সহজেই পৌছানোসহ সচেতনতা মুলক কার্যক্রম প্রদানের লক্ষে গ্রাম আদালতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুল খানা গ্রামে ২৩ ডিসেম্বর বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফরিদপুর বিজ্ঞ সিনিয়র সহ-কারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসরাত জাহান তামান্না, গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর অফিসার আমিরুল ইসলাম খান, মাদারীপুর লিগ্যাল এইড জেলা সমন্বয়কারী আবদুস সামাদ নয়ন, সদর উপজেলা সমন্বয়কারী ইফতেখার আহ্ম্মদসহ স্থানীয় মহিলা মেম্বার ও গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, গ্রাম আদালতের সেবা একটি পরিপূর্ন বিচারিক সেবা, যাহা আইন মোতাবেক পরিচালিত হয়। আদালতের কার্যকরি, স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে বিভিন্ন বিরোধ মিমাংসা করা সহ উক্ত আদালতে আনিত অভিযোগগুলো ৯০ দিনের মধ্যে মামলার নিস্পত্তি কার্যক্রম পরিচালিত হয়। সাধারন জনগনের অভিযোগ ভিত্তিক ন্যার্য বিচারিক কাজ সম্পন্নসহ সুশাসন সৃষ্টি করতে গ্রাম আদালত বদ্ধপরিকর।
এসময় প্রায় ৭০ থেকে ৮০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।