ফরিদপুর জেলার সদর উপজেলার বন্যা পরিস্থিতি বেশ খারাপের দিকে যাচ্ছে। সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর, আলিয়াবাদ, চরমাধবদিয়া ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে এসব এলাকার কয়েক হাজার বানভাসী মানুষ বেশ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।
এদিকে, বানভাসী অসহায় মানুষের পাশে খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন জেলা পুলিশের সদস্যরা। ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর নির্দেশে পুলিশ সদস্যরা বর্ন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে পুলিশ সদস্যরা তাদের নিজস্ব অর্থ দিয়ে চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় জিণিসপত্র কিনে তা তুলে দিচ্ছেন বানভাসী মানুষের মাঝে। পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান পিপিএম-সেবা জানান, ‘পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর’- এ স্লোগানকে সামনে রেখে বন্যার্তদের সাহায্য সগযোগীতায় পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন।
প্রতিদিনই কোন না কোন এলাকার মানুষের সাহায্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। বন্যার পাশাপাশি করোনার কারনে যারা কাজে বের হতে পারছেন না কিংবা লকডাউনের মধ্যে রয়েছেন তাদের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করছে পুলিশ সদস্যরা।