সুনামগঞ্জ জেলায় শাল্লা উপজেলার নোয়াগঁাও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে
শিমুল দিনাজপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার অন্তর্গত শাল্লা উপজেলার নোয়াগঁাও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-ভাংচুর, লুটপাটে জড়িত উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দিনাজপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্দ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়েছে।
২৩ মার্চ মঙ্গলবার দিনাজপুর প্রেস ক্লাবের সন্মুখে নেতা-কমর্ীর অংশগ্রহনে দিনাজপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেস ক্লাবের সন্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-ভাংচুর, লুটপাটে জড়িত উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে সংগ্রামী বক্তব্য দেন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় ও সহ-সভাপতি রনজিৎ কুমার সিংহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখর সাধারন সম্পাদক ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রতন সিং, দিনাজপুর পুজা উদ্যাপন পরিষদের পৌর কমিটির সভাপতি রঞ্জিৎ কুমার দাস ও সাধারন সম্পাদক গৌরাঙ্গ রায়, সদর থানার পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি হ্নদয় রঞ্জন সরকার, সাধারন সম্পাদক দূর্জয় দাস তিতন।
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর থানার সাঃ সম্পাদক রাজু কুমার দাস ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান জেলা শাখার মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতী রায়, সাঃ সম্পাদক মল্লিকা রানী দাস, যুব ঐক্য পরিষদের আহবায়ক জয়ন্ত কুমার মিশ্র, যুগ্ম আহবায়ক জনার্দন রায় খোকন, ছাত্র ঐক্য পরিষদ এর সভাপতি অমৃত রায়, সাঃ সম্পাদক সানী ঘোষ, বাংলাদেশ শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘের আহবায়ক গৌর শীল, সদস্য সচিব উজ্জ্বল রায়, জেলা শাখার হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়, সাঃ সম্পাদক চিত্ত রঞ্জন রায়, দিনাজপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইসকন) এর মহারাজ শ্রীমান মাধুর্য কেশব দাসসহ আন্যান্য প্রমুখ।