সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় নারী নির্যাতন ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় বিষয়ে স্বেচ্ছাসেবকদের সাথে আলোচনা সভা করেছে সুশীলন আস্থা প্রকল্প। মঙ্গলবার সকাল ১০ টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার কাউন্সিলর বাবু সুশীল চন্দ্র বিশ্বাস, কাউন্সিলর মো. সাহেব আলী, সাংবাদিক কমল সরকার, সাংবাদিক সঞ্জীব কুমার সাহা, ইউপি সদস্য মো. কাওসার আহমেদ ও রাজা হাবিবুর রহমান রোকন। আরও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের পিসি মোসা. হাসিনা পারভীন, একাউন্ট অফিসার মো. দেলোয়ার হোসেন, এসএমও মো. হাসান মাহমুদ, সিএমও বুলু রানী মিত্র, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সুশীল সমাজ। এ সময় এসএমও মো. হাসান মাহমুদ আস্থা প্রকল্পে স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, নারী নির্যাতন, কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আপনারা সকলে এগিয়ে আসবেন। আমাদের সবাই আন্তরিক হলে বেঁচে যেতে পারে একটি শিশুর প্রাণ। আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখে কাজ করব।