• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
খুলনায় বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী

খুলনা, ০৯ চৈত্র (২৩ মার্চ):

পাঁচ দিনব্যাপী খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের সমাপনী আজ (মঙ্গলবার) রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

প্রধান অতিথি বলেন, পিঠা-পার্বন বাঙ্গালির ঐতিহ্য। বাঙ্গালিরা চিরকালই অতিথি পরায়ণ। ঐতিহ্যবাহী পিঠাপুলি আমাদের দেশের সংস্কৃতির একটি বড় অংশ। দেশে প্রায় দেড়শ রকমের পিঠা তৈরি হয়। পিঠা উৎসব আমাদের ঐতিহ্যর সাথে মিশে আছে। এই দেশীয় পিঠা ধরে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন। স্বাগত জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব শামীমা সুলতানা শীল্ ুএবং ধন্যবাদ জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হাসেন মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।