গোবিন্দগঞ্জ হতে ১৪০ জন ধান কাটা শ্রমিক বগুড়া ও নাটোর সিংড়ায় পাঠানো হয়েছে
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।গাইবান্ধার গোবিন্দগঞ্জ হতে ১৪০ জন ধান কাটা শ্রমিক বগুড়া নন্দীগ্রাম ও নাটোর সিংড়ায় পাঠানো হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে শ্রমিকদের পাঠানো হয়। প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলায় দিকনির্দেশনা দেন, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান ও থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান,গোবিন্দগঞ্জ থানা। এর পরে গাইবান্ধায় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ও উপ-পরিচালক কৃষি সমপ্রসারণ অধিদপ্তর মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, কৃষি সমপ্রসারণ অফিসার শ্রমিকদের দিক নির্দেশনা দেন।