• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি।

সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা ও দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার ও মহানগর শাখার উদ্যোগে আজ সকালে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শংকর কুমার সাহা, উৎপল দত্ত, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা।

অনুষ্ঠানে স্মারকলিপি পাঠ করেন মুক্তিযোদ্ধা পিকে সরকার প্রবোদ। এসময় পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান পাকিস্তানি হানাদার বাহিনী যে কায়দায় ১৯৭১ সালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে স্বাধীনতা পরবর্তী সময়ে এ দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে ভোলা, বরিশাল, দিনাজপুর, পাবনা, যশোর এবং সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে এবং সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করছেন । তারা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট তুষার কুমার দত্ত। এরপর জেলা প্রশাসন কার্যালয়ে এক স্মারকলিপি দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।