• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
গাঁজা খেতে নিষেধ করায় দিনমুজুরের বাড়ীতে হামলা

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে যুবকদের আড্ডা দিতে নিষেধ করায়  বদ্ধু শেখ নামে এক দিনমুজুরের বাড়িতে হামলা চালায়। ওই দিনমুজুর এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় একটি  অভিযোগ করেন।

জানা যায়,বদ্ধুর শেখের বাড়ির কাছে একদল যুবক প্রতিনিয়ত আড্ডা দেয়।

এ বিষয়ে সস্প্রতি একই  ইউনিয়নের গোপালপুর গ্রামের ওদুদ খানের ছেলে অভি খান,সিফায়েত খানের ছেলে পিয়াজ খানসহ ৩/৪জন  যুবক  আড্ডায় বসে গাজা সেবন করে। ওই দিনমুজুর  আড্ডা  দিতে নিষেধ  করেন।

আড্ডার  বাধা দেওয়ার কারণে  তারা  ক্ষিপ্ত হয়ে  কতিপয় যুবকরা বাড়িঘর, মারধরসহ ব্যাপক ক্ষতি করেছে  ওই দিনমুজুর  সাংবাদিকদের বলেন।

এ বিষয়ে অভির মাতা রাফেজা বেগম বলেন,  আমি মানুষের কাছে শুনেছি আমার ছেলে গাজা খায়।

থানা ওসি রেজাউল করিম বলেন,অভিযোগ  পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।