কানাইপুরে ফার্নিচারের দোকানে অগ্নিকান্ড।।
জাহিদুল ইসলাম, কানাইপুর,ফরিদপুর :ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার সংলগ্ন ভাটিকানাইপুরে অবস্থিত দুটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে পাচটার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মিন্টু এবং আজাহার নামে দুটি ফার্নিচারের দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।অগ্নিকান্ডের কারন জানা যায়নি।