• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
মোমেনা-সুজাত আলী ফাউন্ডেশনের উদ্দ্যোগে দেবিদ্বারে খাদ্য সামগ্রী বিতরণ

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা প্রতিনিধিত্ব//বিশ্বজুড়ে প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের কারণে আজ পুরো বিশ্ব বিধ্বস্ত। এ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটিতে সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে মানবতার জীবন জাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। এমন নিম্ন আয়ের অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোমেনা-সুজাত আলী ফাউন্ডেশন।

২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় এলাহাবাদে ১৫০টি পরিবারকে চাল ডাল, আলু তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন মোমেনা-সুজাত আলী ফাউন্ডেশনের সদস্যরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস ও তাঁর পরিবারের সদস্যরা।
অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস বলেন, করোনা ভাইরাসের কারনে কমহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে মোমেনা-সুজাত আলী ফাউন্ডেশন আমার নিজ গ্রামে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আমার এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষদের খাদ্য সহায়তা দিতে পেরে মহান আল্লাহপাকের দরবারে লাখো শুকরিয়া জানাই। করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রন না আসা পর্যন্ত খাদ্য মোমেনা-সুজাত আলী ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আব্দুল মান্নান ইলিয়াস আরও বলেন, মোমেনা-সুজাত আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় মরণঘাতী করোনা ভাইরাসের কারণে যারা গৃহবন্দী এবং কর্মহীন অসহায় তাদের পাশে দাঁড়িয়েছি। করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন হতে হবে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আমার বাবা যেমন তার জীবদ্বশায় মানুষের সেবায় কাজ করছেন তেমনি আমিও আমার পরিবারের সদস্যরা আমার বাবার মতো সারাজীবন মানুষের কল্যানে কাজ করে যাবো ইনশাল্লাহ। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই বাংলাদেশ সরকারের দেওয়া বিধি নিষেধ গুলো সঠিকভাবে মেনে চলুন। নিরাপদ থাকতে ঘরে অবস্থান করুন, কেবল সচেতনতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে।

এসময় উপস্থিত ছিলেন মো. আবদুর রশিদ, মো. জালাল মুন্সি, ইউপি সদস্য মো. রহমত আলী, সাবেক ইউপি সদস্য মো. লিটন মিয়া, মো: সোহেল, মো. জুয়েল মুন্সি, মো. খোরশেদ আলম ওমানী, খোরশেদ আলম খোকন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।