• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
দিনাজপুরে সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাস,আটক ৪ ডাকাত সদস্য

আহত ৪ পুলিশ সদস্য

মোঃমঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ   দিনাজপুর সদর উপজেলায় সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ৪ ডাকাতকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটক ডাকাতদের হামলায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে ৪ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন- সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে মো. আবু মুসা (২৫), বড়ইল বিহারীপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মাহবুব আলী শেখ (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে রাশেদ শেখ (৩৮), মো. দাউদ রহমানের ছেলে মো. রাকিব হোসেন (২৪)।

একটি সিলভার রংয়ের কেডিএস মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৪৮৪৭) জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ ফুট লম্বা ২টি হাসুয়া, ১টি স্টিলের টিপ চাকু, ১টি ৩২ ইঞ্চি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়।

আহত ৪ পুলিশ সদস্যরা হলেন দিনাজপুর কোতয়ালী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ কামান হোসেন, কনষ্টেবল মোঃ হৃদয় খান, সুজন রায় ও হারুন। তাদেরকে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আটককৃতরা জব্দকৃত মাইক্রোবাসের সামনে কখনো বাংলাদেশ সেনাবাহিনীর কাজে নিয়োজিত ও আবার কখনো জরুরী খাদ্য সরবরাহ লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনসহ ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়। শুক্রবার বিকালে তাদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।