জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। আজ (মঙ্গলবার) ২৪ মার্চ পৌর এলাকার কয়েকটি স্থানে এই জীবাণু নাশক স্প্রে করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এ কার্যক্রমে অংশ নেয়। পানির সাথে নির্দিষ্ট পরিমান ব্লিচিং পাউডার মিশিয়ে তৈরী এ জীবানু নাশক টেপাখোলা বাসস্ট্যান্ড, মাছ ও কাচামালের বাজার, টেপাখোলা সোনালী ব্যাংকের সামনে মুজিব সড়কের কিছু অংশ এ সময় স্প্রে করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান মহামারিতে রুপ নেওয়া করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পানির সাথে নির্দিষ্ট পরিমান ব্লিচিং পাউডার মিশিয়ে এ জীবাণু নাশক তৈরী করেছি, এই মিশ্রন পৌর এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেমন মাছ বাজার, মাংস বাজার, কাচামালের বাজার এছাড়াও যেসব জায়গায় জনসমাগম বেশি হতো এ সব জায়গায় স্প্রে করার নির্দেশ রয়েছে।
বিশেষ করে শহরের সি এন্ড বি ঘাট এলাকা থেকে শুরু করে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত এই স্প্রে করা হবে। এছাড়া জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অন্যান্য এলাকাগুলোতেও এই স্প্রে করা হবে।
এ সময় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান মামুন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। তাই জেলা প্রশাসকের নির্দেশে এ কার্যক্রম। জরুরী প্রয়োজন না হলে কেউ যেন ঘর থেকে বের না হয় এবং যারা বিদেশ ফেরত তাদের বিষয়েও আমরা খোজ খবর রাখছি যেন তারা ঘর থেকে বের না হয় কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকে।