সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলার সদরপুর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের মোহাম্মাদ আলী বেপারীর বাড়ির উঠানে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সদরপুর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ ফরিদের সভাপতিত্বে ও এসএফ মোঃ মাজেদুল ইসলামের সঞ্চালনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী। বিশেষ অতিথি ডেপুটি চিপ এক্সটেনশন বিডব্লিউডি অফিসার ফরিদপুর হাফিজুর রহমান,কৃষি বিশেষজ্ঞ মোঃ আবুল হাসেম, সদরপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা বেগম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ কুদ্দুস মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন।
দক্ষিন পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প(২য় পর্যায়) এর আয়োজনে ও পানি উন্নয়ন বোর্ডের ডবিউ এমও মনিটর কাম এসএফ মোঃ মাজেদুল ইসলাম এর সঞ্চালন করেন।
জানা গেছে, দক্ষিন পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড পিএমও কর্তৃক আয়োজিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদরপুর,ফরিদপুরের কারিগরি সহযোগিতায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষকের উৎপাদিত বারি গম-৩৩এর উপর ফলন ও ব্যাপক উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়।