• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
চরভদ্রাসনে দুর্গাৎসবে মন্দিরে শাড়ী দিলেন ভাইস চেয়ারম্যান

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা এ বছর শারদীয় দুর্গাৎসবে মন্দিরে মন্দিরে নতুন শাড়ী কাপড় বিতরন করেছেন। ওই ভাইস চেয়ারম্যানের ব্যাক্তি তহবিল থেকে দর্গাৎসবের ৫ম দিনে মঙ্গলবার সন্ধায় তিনি উপজেলার ১৮টি মন্দিরে উপস্থিত হয়ে সংখ্যালঘুদের সাথে কুশলাদি বিনিময় সহ নতুন শাড়ী কাপড় বিতরন করেছেন। মন্দিরে মন্দিরে শাড়ী কাপড় বিতরনকালে ভাইস চেয়ারম্যানের সাথে ছিলেন উপজেলা পুজা মন্ডুপের সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার, সাধারন সম্পাদক নিপেন চন্দ্র রায়, গন্যমান্য সানাল ফকির ও শেখ আলমগীর প্রমূখ।
জানা যায়, ওই দিন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রতিটি পুজা মন্ডুপে ৫ পিচ করে নতুন শাড়ী ১৮টি মন্ডুপে মোট ৯০ পিচ শাড়ী কাপড় বিতরন করেন। একই সাথে উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মন্টু বৈরাগী বাড়ীর মন্ডুপ সংস্কারের জন্য তিনি এক বান্ডিল ঢেউটিনও বিতরন করেন। শারদীয় দুর্গাৎসবে নতুন শাড়ী পেয়ে দুস্থ হিন্দু মহিলারা ভীষন সন্তোষ প্রকাশ করেন।
উক্ত ভাইস চেয়ারম্যানের মাথায় হাত বুলিয়ে আরতি রানী (৬৫) বলে ওঠেন, “অন্তর দিয়া প্রার্থনা করি, ভগবান তোরে আরো অনেক বড় কুরুন। তুই আজীবন আমাগো অইয়্যা থাকবি। আমাগো তুই কহনো ভুলিসনারে বাবা, আমরাও তোরে ভুলুম না। তুইতো আমগো নিদেন কালের সাথী। সুহের দিনে না অইলেও বিপদকালে আমরা তো তোরেই পাইছি। তাই পরান ভইর‌্যা দোয়া করি, মা দুর্গা যেন তোর মঙ্গল বইয়্যা আনেন। তুই সারা জীবন আমাগো অইয়্যা থাকিস, আমরাও তোর অইয়্যা থাহুমরে বাবা”।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-২৪/১০/২০২৩ খ্রি.

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।