সৈয়দ তারেক মোঃ আবদুল্লাহ : অনলাইন নিউজ পোর্টাল বৈশাখ নিউজ এ সংবাদ প্রকাশের পরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চায়ের দোকানদার হত দরিদ্র ওলিয়ার রহমান ফেরত পেলেন তার রেশন কার্ডটি।
গত ২২শে এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার ( ভূমি) সাব্বির অাহমেদ সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা বেগম ও ইউপি চেয়ারম্যান মো ইস্রাফিল মোল্যা কে ডেকে কার্ডটি ফেরত দেন কার্ডধারী ওলিয়ার রহমান কে।
এ সময় বিগত দিনে যে চাল তোলা হয়েছে ওই কার্ড দিয়ে, তাও ফেরত দিতে নির্দেশ দেন ইউএনও ঝোটন চন্দ।
তবে তাদের বিরুদ্ধে অাইনগত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য ১০ টাকা কেজি দরের চাল বিক্রির শুরু থেকে ওলিয়ার রহমানের নামে একটি কার্ড হয়।কিন্তু কার্ডটি সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা বেগম ওই কার্ডধারী কে না দিয়ে চাল উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ছিল।বিষয়টি ইউপি চেয়ারম্যান, মেম্বার, ডিলারের জানা থাকলেও তারা কোন গুরুত্ব দেয়না বলে ওলিয়ার জানায়।