• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকলীগের উদ্যোগে ধান কাটা ও মাড়াই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি :করোনা পরিস্থিতির কারণে হাওরাঞ্চলে ধান কাটা যাচ্ছে না। উত্তরাঞ্চল থেকে মৌসুমি শ্রমিকেরা আসতে পারছেন বলে এ সমস্যা দেখা দিয়েছে। গাড়ি চলাচল বন্ধ ও লকডাউনের কারণে শ্রমিকেরা আসতে পারছেন না। এতে তাঁরা যেমন কষ্টে আছেন, তেমনি ফসলও নষ্ট হচ্ছে। এমনিতেই করোনার কারনে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, তার মধ্যে ফসল তুলতে না পারলে পরিস্হিতি আরো ভয়াবহ দিকে মোড় নিতে পারে বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকলীগের উদ্যোগে ধান কাটা ও মাড়াই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার চাষকপাড়া গ্রামের এক কৃষকের ধানের জমিতে নেমে কৃষকলীগ নেত্রী নিজে ধান কেটে ও মাড়াই করে এ ধানকাটা-মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।
এসময় তার সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান,গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দিপক কুমার পাল, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম সহ কৃষকলীগের নেতৃবৃন্দ।
ধানকাটার উদ্বোধন ও মাড়াই শেষে কৃষকলীগ নেত্রী উম্মে কুলসুম স্মৃতি সাংবাদিকদের বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ব্যাপী কৃষকলীগের নেতা কর্মীদের ধান কাটতে নির্দেশনা দেয়া হয়েছে।
কৃষকের ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেওয়া হবে। বাংলাদেশের কৃষকলীগের নেতা কর্মিরা অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেবে আর চলতি বোরো মৌসুমে ভয়াবহ করোনা পরিস্থিতিতে জেলায় জেলায় লকডাউন থাকায় শষ্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে কৃষি শ্রমিকের চরম সংকট দেখা যাহাতে না দেয় আর দেশে খাদ্য সরবরাহ ঠিক রাখার জন্য দক্ষিণা অঞ্চলের এলাকায় সময়মত ধান কাটা প্রয়োজন। ফলে আসন্ন সম্ভাব্য ঝড়, বৃষ্টি, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে তা ব্যাহত হতে পারে এমন আশংকায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন জেলায় নির্দেশনা পাঠানো হয়েছে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান বলেন অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের কারনে গোবিন্দগঞ্জ উপজেলার কোনো অসহায় কৃষক ধান কাটতে না পারলে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কৃষকের পাশে দাঁড়াবে এবং কৃষকের ধান কেটে মাড়াই করে ধান কৃষকের ঘরে তুলতে সহযোগিতা করবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।