• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে দুই সহোদয়কে কুপিয়ে জখম, দুই নারীসহ মোট আহত ৫

মনিরুল ইসলাম টিটো, ফরিদপুর : ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পুর্ব রামকান্তপুর মোস্তফাডাঙ্গী গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে দুই সহোদরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় দুই নারীসহ আহত আরো তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনার পর কোতয়ালী থানায় অভিযোগ দেয়া হলেও শুক্রবার বিকাল পর্যন্ত মামলা রুজু হয়নি।

গুরুত্বর আহতদের অপর ভাই ও অভিযোগকারী মো. জাহাঙ্গীর মোল্লা বলেন, বৃহস্পতিবার একই গ্রামের আওয়াল শেখ ও রেজাউল মন্ডলের নেতৃত্বে ৮-১০ জন হামলাকারী দেশীয় অস্ত্র (ছেন, রামদা, চাপাতি) নিয়ে আকষ্মিকভাবে হামলা চালিয়ে দুই নারীসহ অন্তত পাঁচজনকে আহত করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত মো. সেলিম মোল্লা (৪৫) ও তার ভাই মো. ডালিম মোল্লাকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্য আহত বিথী আক্তার (২৭), জামিয়া আক্তারী (২৫) এবং মো. জাহাঙ্গীর মোল্লা (৩০) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো জানান, হামলাকারীরা দুটি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
এদিকে এঘটনায় মো. জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে কোতয়ালী থানায় বৃহস্পতিবারই অভিযোগ দিলেও শুক্রবার বিকাল পর্যন্ত মামলা রুজু হয়নি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।