বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া স্বাস্হ্যবিধি ও প্রশাসনের দেওয়া নির্দেশনা উপেক্ষা করে মানুষ ঘর হতে শুরু করেছে। ফলে স্বাস্হ্য সচেতন মানুষের মধ্যে উৎকন্ঠা বেড়ে গেছে।
গত কয়েকদিনে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে কয়েকশ মানুষ বকশীগঞ্জ উপজেলায় প্রবেশ করেছে। তাই উপজেলা স্বাস্হ্য বিভাগের পক্ষ থেকে ঢাকা,নারায়ণগঞ্জ,গাজীপুর ফেরতদের বাধ্যতামূলক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করছেন উপজেলা স্বাস্হ্য বিভাগ।
২৪ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার দুজনের শরীরে করোনা পাওয়া গেছে। যে দুজনের শরীরে কোভিড-১৯ এর উপস্হিতি পাওয়া গেছে তাদের বাড়ি ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে। তারা দুজনই পুরুষ। একজন নারায়ণগঞ্জ জেলার একটি রড মিলের শ্রমিক অপরজন গাজীপুর কোনাবাড়ি এলাকায় ঝুট শ্রমিক হিসেবে কাজ করেন।
বর্তমানে তারা বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের নিজ বাড়িতে অবস্হান করছেন।
উপজেলা স্বাস্হ্য ও প.প কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।