খুলনা, ১২ বৈশাখ (২৫ এপ্রিল): করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শনিবার) দুপুরে খুলনা দৌলতপুর রেলিগেটস্থ জুট প্রেস চত্বরে কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সিটি মেয়র এক হাজার আটশত কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে খুলনা সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলসের ছয়শত পাটকল শ্রমিক, দৌলতপুর জুট মিলসের তিনশত ৮৪ শ্রমিক এবং ক্রিসেন্ট জুট মিলসের এক হাজার ২৭ কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।