• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সালথা’য় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ ইফতেখার আজাদের যোগদান

ছবি-উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাঃ এস.এম ইফতেখার আজাদকে শুভেচ্ছা জানাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকমর্তা হিসেবে ডাঃ এস.এম ইফতেখার আজাদ যোগদান করেছেন। মঙ্গলবার তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাঃ এস.এম ইফতেখার আজাদকে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে হাট-বাজার ও দোকানপাটে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে হবে। সর্দি, কাশি ও জ্বর হলে ঘরে বসেই স্বাস্থ্যকেন্দ্রে ফোন করে চিকিৎসা নিতে পারবেন সাধারণ মানুষ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।