ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা বাস ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে। সোমবার দিবাগত রাতে ঢাকা-খুলনা বিশ্বরোডের ভাটিয়াপাড়া নামক বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো গাজীপুর জেলার আসিক রায়হান, রংপুর জেলার শরিফুল ইসলাম, বাগেরহাট জেলার কালাম শেখ, ইলিয়াচ শেখ ও বাবুল শিকদার, খুলনা জেলার ফরহাদ শেখ ও জিহাদ শেখ। এব্যাপারে ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক সজীব কুমার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহন(ঢাকা মেট্রো ব-১৫-৬২০১) যাত্রী বেশে আন্তঃজেলা ডাকাত দল গাড়ীর ভেতরে অবস্থান নেয়। উক্ত তথ্যের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে সড়কে অবস্থান নিয়ে পরিবহন বাসটিকে তল্লাশি করি। এসময় ডাকাত দল পালিয়ে যেতে চেষ্টা করলে আমরা তাদের প্রায় সকলকেই ধরে ফেলি। তাদের ব্যাপক জিজ্ঞাবাদ শেষে তারা স্বীকার করে যে তারা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সড়কে রোড ডাকাতি করে থাকে। তল্লাশীর সময় তাদের দেহ হতে ৩টি মোবাইল ও ৬টি ছুরি উদ্ধার করা হয়।