• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরের নগরকান্দায় জাহাঙ্গীর আলম নামের এক ইউপি মেম্বারের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ইউপি মেম্বারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ওই মেম্বারের লাশটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর উপজেলার কাইচাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  ইউপি সদস্য ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে জাহাঙ্গীর নামের ওই মেম্মারের ঝুলন্ত লাশ বাড়ির পাঁশের একটি আমগাছের সাথে দেখতে পায় পরিবার। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে, এটি হত্যা না-কি আত্মহত্যা এব্যাপারে তাৎক্ষণিক পুলিশ কিছু জানাতে পারেনি।

এদিকে নিহতের ছোট ভাই দাবী করছেন সুরুজ নামে এক প্রতিবেশী রাতে তাকে ডেকে নিয়ে যায়,তারপর আর তাকে খুজে পাওয়া যায়নি। তাদের ধারনা তাকে ডেকে  নিয়ে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছে।

প্রতিবেশী সোবান মাতুব্বর জানান,কয়েকদিন আগে মেম্বারের নামে এলাকার একটি চক্র ত্রানে কার্ড চুরির অপবাদ দেয়। বিষয়টি নিয়ে এলাকায় একটু জামেলা হয়। পরে থানা থেকে ওসি এসে দুই পক্ষকে মিল মিশ করে দেয়। তার পর আমরা চুপ চাপ রইছি। আজ রাতে মেম্বারকে ডেকে হত্যা করা হলো।

নগরকান্দা সার্কেল সহকারী পুলিশ সুপার এ,এফ,এম মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি। তদন্ত চলছে। হত্যা না-কি আত্মহত্যা এব্যাপারে এখনিই কিছু বলা যাচ্ছেনা।

এব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।