মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের সালথা উপজেলায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত কর্মহীন ৬২০ টি পরিবারের মাঝে রমজানের প্রথমদিনে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার যদুনন্দী ২৩০ টি, মাঝারদিয়া ১৬০ টি, গট্রি ২৩০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, অত্র ইউপি চেয়ারম্যানবৃন্দ।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা ভাইরাসের শুরু থেকে আমারা সরকারিভাবে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ উপজেলার ৩টি ইউনিয়নের ৬২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হলো। আমাদের কাছে আরো সরকারি ত্রাণ মজুদ আছে। আগের মতই ছোট ছোট চায়ের দোকান, সেলুনসহ যাদের একমাত্র আয়ের পথ করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছি। যদি কেউ বাদ পরে তাহলে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। তিনি আরো বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না । এসময় তিনি সকলকেই নিরাপদে থাকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান ।