• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
জসীম মঞ্চে হযরত খাজা মাইনুদ্দিন চিশতী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশন

মাহবুব পিয়াল,ফরিদপুর : আবহমান গ্রাম বাংলার কবি পল্লীকবি জসীমউদ্দিন এর ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে জসীম উদ্যানে শুরু হয়েছে ২১দিন ব্যাপী জসীম পল্লী মেলা ।আর মেলা মঞ্চে বিকাল সাড়ে ৪টা থেকে ফরিদপুর জেলার বিভিন্ন সংগঠন পল্লীগীতি,জারি সারি,বাউলগানসহ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করছে।
মঙ্গলবার(২৪ জানুয়ারী)রাতে জসীম মঞ্চে আধ্যাত্মিক সংগীত পরিবেশন করেন ফরিদপুর শহরের ষ্টেশন রোড়স্থ সুনামখ্যাত শিল্পী গোষ্ঠী হযরত খাজা মাইনুদ্দিন চিশতী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পিরা।
।রাত ৮টায় মেলা মঞ্চে উঠে একে এক ১০টি ভাব সংগীত পরিবেশন করেন আব্দুস সালাম বয়াতী,গোলাম রব্বানী ভান্ডারী, নুর ইসলাম বাউল,ইউনুস বয়াতীসহ অন্যান্য শিল্পীরা।
এসময় বাদ্যযন্ত্রে ছিলেন, মন্দিরাঃ আবুল খায়ের বাউল হারমুনিয়ামঃহালিম দেওয়ান বাশিঃখলিল দেওয়ান ঢোল বাদকঃ জিদান ঢুলি, ঢোল খোলসহ অন্যান্য যন্ত্রবাদকেরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্টানটি পরিচালনা করেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের বাউল ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।