সুমন ভূইয়া সাভারঃ সাভারে ৬০০ পরিবারের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে ছাত্রলীগ। করোনাভাইরাসের সংকটে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষদের জন্য এই আয়োজন বলে জানিয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সাভার সিটি সেন্টারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলাম রাজিব। সিটি সেন্টার ছাড়াও সাভারের আরও দুটি পয়েন্ট ব্যাংক কলোনি ও থানা স্ট্যান্ডে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।
আতিক বলেন, ‘আমরা এ কর্মসূচির নাম দিয়েছি “মানবতার ইফতার বাজার”। মূলত সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলাম রাজিব ভাইয়ের অনুপ্রেরণা ও সহযোগিতায় আমাদের এই আয়োজন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা পরিশ্রম করে ইফতার প্যাকেট করেছে। এবং শৃঙ্খলা বজায় রেখে তা বিতরণ করছে। নতুন প্রজন্মের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে, এই ছাত্রলীগ জনগণের কল্যাণে নিবেদিত।’
এর আগে করোনাভাইরাস নিয়ে হ্যান্ডমাইক হাতে পথে পথে ঘুরে জনসচেতনতা তৈরি, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ,অসহায়, দুস্থ ও গরিব মানুষদের জন্য মানবতার সবজি বাজার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিনামূল্যে চাল, ডাল, আলু, তেল, পেয়াঁজসহ নিত্যপণ্যের উপহার তুলে দিয়ে আলোচনায় আসে সাভার উপজেলা ছাত্রলীগ।
মানবতার ইফতার বাজার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলাম রাজিব।
তিনি জানান, উদ্বোধনী দিনে ৬০০ পরিবারের মাঝে তিনটি স্থান থেকে বিনামূল্যে ইফতার সামগ্রী তুলে দেওয়া হবে।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে। যে কারণে অনেকেই বিপাকে পড়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণের কথা চিন্তা করে। তাই আমরা বিনামূল্যে আয়োজন করেছি মানবতার এই ইফতার বাজার। এই উদ্যোগ কিছুটা হলেও অসহায় মানুষদেরকে স্বস্তি দেবে।
মানবতার এই ইফতার বাজার ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং গোটা রমজান মাসজুড়েই তা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।