মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : করোনাঃ সালথা’য় সামাজিক দুরত্ব বাড়াতে প্রশাসনের সাড়াশি অভিযান।করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মিলে একযোগে সাড়াশি অভিযান চালিয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে ভাওয়াল ইউনিয়নের সালথা বাজার; রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর বাজার, আটঘর ইউনিয়নের জয়কালী বাজার, নকুলহাটি বাজার, পুটিয়া বাজার, গৌড়দিয়া বাজার, সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার, সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ সহ একটি পুলিশ টিম।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, এতো অনুরোধের পরও বাজারে আড্ডা ভাঙ্গতে অনেকের সাথে রুঢ় আচরণ করতে হয়েছে। কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। অতীব জরুরি প্রয়োজন ছাড়া সবাই নিজ নিজ গৃহে অবস্থান না করলে আরও কঠোর থেকে কঠোরতর আইনি পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া দিন আনে দিন খায় বা সীমিত আয়ের যাদের দোকান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে, তাদের সরকারের পক্ষ থেকে শীঘ্রই খাদ্য সহায়তা প্রদান করা হবে।