মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় সীমিত পরিসরে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রথমে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও প্রশাসন।
এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা, সালথা প্রেসক্লাব, উপজেলা অফিসার্স ক্লাবের ৩/৪ জন করে উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলী জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সালথা প্রেসক্লাবে সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, দেশজুড়ে মহামারী করোনাভাইরাসের কারণে স্বল্পপরিসরে স্বাধীনতা দিবস পালিত হলো। করোনা পরিস্থিতিতে সালথা উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত ১ হাজার পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। তাই লোকসমাগম পরিহার করার জন্য উপজেলাবাসীকে অনুরোধ করা হইলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আশা করি করোনা পরিস্থিতিতে উপজেলার কোন লোক খাদ্য অভাবে পড়বে না।