এপ্রিল ২৬-২০২০, নিজস্ব প্রতিবেদক।।কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মুকুল হোসেনের ছেলে মোঃ হৃদয় (১৮) গত ২০-৪-২০২০ ইং তারিখে দুপুর অনুমান ১টার সময় তাহার নিজ বাড়ী থেকে মোটরসাইকেল মঙ্গলবাড়ীয়া গড়াই নদীতে গোসল করতে যেয়ে নদীর ধারে জনৈক আনিচের মদি দোকানের সামনের বট গাছের নিচে কাচা রাস্তায় পৌছাইলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। আসামীগন ১। মোঃ রাকিবুল হোসেন রাকিব (২৮) পিতা রেজা ২। মোঃ সালাম (২৬) ৩। আলামিন (২৪) উভয় পিতা আলাই প্রামাণিক ৪।মোঃ মোমিন (৩২) পিতা জুলমত আলী জুলু ৫। মোঃ সাইদুল (৩০) পিতা মৃতঃ মেজবার হোসেন ৬। মেজবার হোসেন (৩২) পিতা মৃতঃ সিরাজ উদ্দিন সর্ব সাং মঙ্গলবাড়ীয়া থানা ও জেলা কুষ্টিয়া। পূর্ব পরিকল্পিত ভাবে হাতে দেশীয় তৈরী হাসুয়া, চাপাতি, কাঠের বাটাম,দিয়ে হৃদয়কে এলোতাপাড়ী ভাবে কোপ মারিতে থাকে এবং গুরুতর জখম হয়। মারার পরে আসামী রাকিব ও সালাম হৃদয়ের গলায় থাকা ১টি স্বর্নের চেইন জোর পৃর্বক কাড়িয়া নেয়। রক্তাক্ত অবস্হায় শোর গলায় ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে সকল আসামীগন তাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করে চলে যায়। পরে হৃদয় কে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
সন্ত্রাসী হামলার বিষয়টি কুষ্টিয়া সদর মডেল থানায় এ বিষয়ে উপরোক্ত ছয় জন ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হৃদয়ের পিতা মুকুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামল নং ১৮/১৮৭।