দিনাজপুর সামাজিক প্রতিবন্ধী নারীদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে দিনাজপুরের সামাজিক প্রতিবন্ধী (যৌনকর্মী) নারীদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে দিনাজপুর সার্কিট হাউজ চত্বরে সামাজিক প্রতিবন্ধী এসব নারীকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
সামাজিক প্রতিবন্ধী নারীদের কয়েকজন বলেন, ‘সুসময়ে আমাদের কাছে অনেকেই আসে কিন্তু এখন আর কেউ আসে না। আমরা কিভাবে আছি, কি খাচ্ছি এসব এখন আর কেউ দেখে না। আমরা আজকে জেলা প্রশাসক স্যারের সহযোগিতায় খাদ্য সহায়তা ও নগদ কিছু অর্থও পেয়েছি। এছাড়া কোন কিছুই আমরা এর আগে পাইনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামাজিক প্রতিবন্ধী নারী বলেন, ‘আজকে ডিসি স্যার আমাদের সবাইকে খাদ্য সামগ্রী ও নগদ কিছু অর্থ দিয়ে সহায়তা করেছেন। আমাদের এই দুঃসময়ে কেউ খবর রাখেনি। আমরা কোথাও থেকে সাহায্য পাইনি, লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারিনি। আজকে ডিসি স্যার আমাদেরকে খাদ্য ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা।’
লাইট হাউজ নামের একটি এনজিও এসব সামাজিক প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করেন। লাইট হাউজের একজন নারী কর্মী বলেন, ‘দরিদ্রদের ও এইচআইভি এইডস নিয়ে কাজ করি। আমরা লাইট হাউজের উদ্যোগে দিনাজপুরে যেসব সামাজিক প্রতিবন্ধী নারী আছেন তাদের তালিকা করে জেলা প্রশাসক মহোদয় বরাবর দিয়েছি। তিনি সেগুলো দেখেই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’
এ বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘আমাদের সমাজে এরকম অনেকেই আছেন যারা কারো কাছে চাইতেও পারছেন না আবার কাউকে বলতেও পারছেন না। আমার কাছে কয়েকজন সামাজিক প্রতিবন্ধী নারীর তালিকা আসলে আমি সেগুলো দেখে সাথে সাথেই চাল, ডাল, তেল, লবণ ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করি। আমরা চেষ্টা চালাচ্ছি সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে। এজন্য সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’