প্রথম দিনেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজে কোভিড-১৯ এর ৪২টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ
প্রথম দিনেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজে কোভিড-১৯ এর ৪২টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ রবিবার (২৬ এপ্রিল) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের আর টি-পি সি আর মেশিনে নমুনা পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়।
আর টি-পি সি আর মেশিনে নমুনা পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আর প্রথম দিনেই সকল নমুনা পরীক্ষা ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার জানান, সৃষ্টি কর্তার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।প্রথম দিনেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ৪২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। দিনাজপুরের ৩৫টি ও পঞ্চগড় জেলায় ৭টি। নমুনা পরীক্ষা করে একটিও পজেটিভ পাওয়া যায়নি। ৪২টির ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।
উল্লেখ, এই পিসিআরের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর জেলা তথা ঠাকুরগাও, পঞ্চগড় ও নীলফামারীর আক্রান্তদের নমুনা পরীক্ষা দ্রুত করা সম্ভব হবে।