সামান্য মোবাইল চুরির ঘটনায় যুবক হত্যা
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ সামান্য একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের খালপাড় ডাঙ্গী এলাকার শেখ সবুজ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে । গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ফরিদপুর চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ নাজনীন আকতার জানান, উপজেলার গাজীরটেক ইউনিয়নে একটি মোবাইল ফোন চুরির অপবাদে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ এলাকা থেকে সুবজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাজনীন আকতার জানান ৫/৬ জনের একটি দল এই ঘটনা ঘটায়। হত্যাকারীদের মধ্যে এখলাস মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে,বাকিদের আটকের চেষ্টা চলছে।
পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।