ফরিদপুরে বানভাসি মানুষের পাশে “আমরা সুহৃদ” ও “ফ্রেন্ডস ওয়েলফেয়ার এসোসিয়েশন
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় বানভাসি ও দুর্গত মানুষের মাঝে আজ শুকনো খাবার ও ইদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সুহৃদ” ও “ফ্রেন্ডস ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর যৌথ উদ্যোগে ও এ কার্যক্রম পরিচালিত হয়।
বন্যাকবলিত ও দুর্গত মানুষের বাড়িতে বাড়িতে ট্রলার যোগে গিয়ে এ উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
এসময় ৫০ টি পরিবারের মধ্যে ১৫০ কেজি আটা, ৫০ কেজি চিড়া, ২৫ কেজি গুড়,২৫ কেজি চিনি,৫০ কেজি লবণ, সেমাই, গুড়াদুধ ও সাবান বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সুহৃদ” এর আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম এর তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন “ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর
আলমগীর হোসেন, অধ্যাপক নুরুল ইসলাম খান, যশোর বাইকের স্বত্বাধিকারী ও সাংবাদিক নজরুল ইসলাম, আকতার হোসেন প্রমুখ।