ফরিদপুর পৌর এলাকার কমলাপুরের প্রয়াত অবসর প্রাপ্ত রাজস্ব কর্মকর্তা আবুল কাশেম তালুকদারের পুত্র তার পরিবারসহ জার্মানির ফ্রাংকফুর্ট শহরে বসবাস করেন। তার একমাত্র কন্যা সন্তান জন্মগতভাবে জার্মান নাগরিকত্ব লাভ করেছে।
মরহুম আবুল কাশেম তালুকদারের পুত্র মোঃ এনামুল শাহীন ও পুত্রবধু শায়লা ফেরদৌস দম্পতির কন্যা সন্তান “ইউশরা তাজরিয়ান শাহিন” পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে ২০২০ সালের এ- লেভেল পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।
ইউশরা তাজরিয়ান একই সাথে জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। একই সাথে সে মেডিসিন ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আবেদন করেছেন।
তার পিতা-মাতা সকলের কাছে দোয়া প্রার্থী, যেন সে আরো সফলতার সাথে লেখাপড়া করে বিশ্বমানের ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কাজ করতে পারে এবং বিশ্বে বাংলাদেশের নাম উজ্বল করতে পারে।