• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
ফরিদপুরে বারি সূর্যমুখী-২ এর উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ছবি- ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে বারি সূর্যমুখী-২ জাতের উৎপাদন কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়

নিরজ্ঞন মিত্র,ফরিদপুর ঃ                     অপ্রচলিত তেল ফসলের (সয়াবিন, সূর্যমূখী এবং তিসি) গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ কর্মসূচীর অর্থায়নে তৈলবীজ গবেষণা সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর কর্তৃক আয়োজিত গত ২৫ মার্চ বুধবার  ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে বারি সূর্যমুখী-২ জাতের উৎপাদন কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ এবং সগবি, ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা, এ.এফ.এম. রুহুল কুদ্দুস। সমাবেশে সংশ্লিষ্ট গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত অর্ধশতাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সগবি, বিএআরআই, ফরিদপুরের মাঠ পর্যায়ে কর্মরত বৈজ্ঞানিক সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। বারি সূর্যমুখী-২ জাত সম্বন্ধে উপস্থিত বিজ্ঞানীরা বলেন সূর্যমূখী আবাদ ফরিদপুরে একেবারেই নতুনভাবে শুরু হয়েছে এবং আগ্রহী কৃষকের মাঝে এ জাতটি সরবরাহ করা হয় এবং ১ হেক্টর জমিতে এর আবাদ করা হয়। কৃষকেরা গাছের অবস্থা দেখে খুবই আনন্দিত এবং এ ফসল ফলাতে কৃষকের উৎপাদন খরচ খুবই কম হয়েছে। তাই কৃষকেরা অধিক ফলন পাওয়ার আশা করছে। বারি উদ্ভাবিত বারি সূর্যমুখী-২ আবাদে খুব সহজে তাদের প্রচলিত ফসল ধারায় খাপ খাওয়াতে পারে অর্থাৎ পরের ফসল পাট/তিল আবাদ করতে পারে। এছাড়াও এর তেল পুষ্টিকর এবং বাজারে অধিক দামে বিক্রি করা সম্ভব। তবে কৃষকেরা এ জাতের সমস্যার কথাও ব্যক্ত করেছেন আর তা হলো এ গাছের উচ্চতা বেশী হওয়ার কারণে ঝড়ে হেলে পড়ার সম্ভাবনা থাকে। কৃষকদের নতুন জাত ও প্রযুক্তি দ্বারা সূর্যমুখী আবাদের জন্য প্রধান অতিথি অনুরোধ করেন ফলে দেশে তেলের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে এবং তাদের বারি উদ্ভাবিত খাটো জাতের সূর্যমুখী সম্বন্ধে অবগত করেন। অংশগ্রহনকারী কৃষকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রদান করেন। তাঁদেরকে সহায়তা করেন বৈজ্ঞানিক সহকারীবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহনকারী কৃষকগণ বারি সূর্যমুখী-২ এর প্রতি কৌতুহলী হন এবং এর আবাদে সুবিধা-অসুবিধা, আয়-ব্যয় ইত্যাদি সম্বন্ধে সম্যক ধারনা লাভ করেন। তাদের আবাদকৃত প্রচলিত তিন ফসল ভিত্তিক ফসল বিন্যাসে এ বারি সূর্যমুখী-২ জাতটির সন্নিবেশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।