বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার কার্যকর কমিটির সদস্য শামীমা শীমুর মাতার ইন্তেকাল
মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার কার্যকর কমিটির সদস্য শামীমা শীমুর মাতা পারুল বেগম আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারনে মৃত বরণ করেছেন( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি স্বামী, ৫ কন্যা,নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ফরিদপুর রেলস্টেশন জামে মসজিদে বাদ আসর জানাজা শেষে তাকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ফরিদপুর জেলা সিপিবি, বাংলাদেশ মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন।