ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতিতে
ফরিদপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারনে পানিবন্দি পরিবার বিশেষ করে আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকার বাঁধ ভেঙ্গে যাওয়ায় রাস্তায় অবস্থান করা সকল পরিবারের স্বস্তিতে অবস্থান এবং স্বাস্থ্য বিধি নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে ফরিদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি রাজেন্দ্র কলেজ (বাইতুল আমান, অনার্স শাখা) কে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র করার নির্দেশনা দিয়েছেন ফরিদপুরের জনবান্ধব জেলা প্রশাসক অতুল সরকার।
তার নির্দেশনায় সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা উক্ত কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে আশ্রয়কেন্দ্রের যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছেন।
ইতিমধ্যে বন্যায় কবলিত মানুষের বিষয়ে বিবেচনা করে অনার্স শাখার কয়েকটি ভবনের নিচতলা খুলে রাখা হয়েছে, এ ব্যাপারে আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সকলকে অবগত করা হচ্ছে, দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য সবাইকে বিনিত ভাবে অনুরোধ করা হচ্ছে।