ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সুমন ভূইয়া, সাভার :ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের কলেজ মাঠে করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেন চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি।
গতকাল রবিবার সকালে চৌহাট ইউনিয়নের কলেজ মাঠে ৪৫০ জন পরিবারকে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন খান মিন্টু, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইদ বাদল, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রান বিতরণ শেষে পারভীন হাসান প্রীতি বলেন, করোনা ভাইরাসের প্রভাবের কারণে এলাকার প্রায় দিনমজুরদের কর্মক্ষেত্র বন্ধ রয়েছে। দিনমজুররা অর্থ উপার্জনের অভাবে পরিববারের সদস্যদের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে হিমসিম খাচ্ছে । তারা অসহায় হয়ে পরেছে। এই সময় আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়ানো উচিত। তাই আজকে ৪৫০ জন গরিব ও দিন মজুরদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দিয়েছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যহত থাকবে।
ফেসবুকে লাইক দিন
তারিখ অনুযায়ী খবর
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
« জানুয়ারি | ||||||
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
নিউজলেটার
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন