• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
মহাদেবপুরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ২৫ জুলাই শনিবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৯৩ বোতল ফেন্সিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ওইদিন রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর (সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, থানার অফিসার ইনর্চাজ মোঃ নজরুল ইসলাম জুয়েল’র নেতৃত্বে এস আই মোঃ নুর-ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে শহরের মাছ চত্বর এলাকায় অভিযান চালিয়ে আমের কাটুন থেকে ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় উপজেলার সাগরইল গ্রামের আব্দুল মজিদ এর পুত্র মাদক ব্যবসায়ী আবদুল মালেক (৩০) একই গ্রামের মৃত জান মোহাম্মদ আলীর পুত্র জুয়েল রানা (৩৫) ও বিল মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলাম এর পুত্র আরমান আলীকে (২০) পুলিশ গ্রেফতার করে।

এ সময় তাদের কাছে থাকা একটি মোটর সাইকেল পুলিশ জব্দ করে। পুলিশ জানান গ্রফতারকৃত জুয়েল রানার বিরুদ্ধে আরো ৬ টি মাদক মামলা হয়েছে। অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম জুয়েল জানান, গ্রেফতারকৃত ওই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।