কবির হোসেন,আলফাডাঙ্গ,ফরিদপুর,প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা আমান্য করে দোকান খোলার অপরাধে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত ব্যাবসায়ীকে ১১ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৭ এপ্রিল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান।
আদালতে ফলিয়া গ্রামের বাসিন্দা চা বিক্রেতা স্বর্ণা, পাশের বোয়ালমারির শেখপুরা গ্রামের সাগর শেখ ও আলফাডাঙ্গা সদরের স্যানাল কুমার বিশ্বাসকে পাঁচশত টাকা করে একহাজার পাঁচশ টাকা, আলফাডাঙ্গা পৌর সভার কুশুমদী মহল্লার ব্যবসায়ী কালুকে এক হাজার,ইব্রাহিম শেখকে দুই হাজার, টিকরপাড়া গ্রামের দাউদ মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই বাজারের টাইলস ব্যবসায়ী মাগুরার কামাল সিকদারকে পাঁচহাজার টাকা জরিমানাসহ সর্ব মোট১১ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান বলেন, ১৮৬০ সালের দন্ডবিধির ২৭০/২৭১ ধারায় সরকারি নিষেধ অমান্য করে চায়ের দোকান, কাপড়ের দোকান, দর্জির দোকান, হার্ডওয়ারের দোকান ও টাইলসএর দোকান খোলায় এ জরিমানা করা হয়েছে।