গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ গণস্বাস্হ্যর অর্থায়নে ও সহযোগিতায় নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ৭০০ গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
জানাগেছে, গণস্বাস্হ্য কেন্দ্র, সাভার, ঢাকার অর্থায়নে ৭০০ গ্রামীণ পরিবারের মাঝে চাউল – ১০ কেজি, আটা- ৫ কেজি, আলু- ২ কেজি, ছোলা- ১ কেজি, মশুর ডাউল- ৫০০ গ্রাম, তেল- ৫০০ গ্রাম খাদ্য সামগ্রী ইয়াকুব-ফিরোজা মেমোরিয়াল ফাউন্ডেশনের এবং হযরতপুর প্রবীণ ক্লাবের সদস্যরা দিনব্যাপী অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছে।
এসময় সেখানে উপস্হিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য আইয়ুব আলী মাষ্টার, মেহবুব আহাম্মেদ, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেন, হযরত প্রবীণ ক্লাবের সভাপতি আবুল কাসেম, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, নজিপুর গিয়াস উদ্দীন মেমোরিয়াল বিএম কলেজের প্রভাষক আবু শিহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রুবেল, কাজী ফারুক হোসেন প্রমুখ।