ইবিতে করোনা”জীবাণুনাশক বুথ” স্থাপন
বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনা সংক্রামন এড়াতে স্থাপন করা হয়েছে “জীবাণুনাশক বুথ”।
আজ শনিবার(২৭ জুন) প্রশাসন ভবনের প্রবেশ দ্বারে এ বুথটি স্থাপন করা হয়।
জানা যায়,ইসলামী বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে অফিস চালু থাকায় শিক্ষক,কর্মচারী,কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের করোনা সংক্রামন এড়াতে এটি স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে করোনা সেলের আহবায়ক ও প্রক্টর ড.পরেশ চন্দ্র বর্মন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান এবং মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা স্যারবৃন্দের পরামর্শ এবং নির্দেশক্রমে প্রশাসনিক ভবনের প্রবেশপথে জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে করোনা ভাইরাস প্রতিরোধ সেল ও গঠন করা হয়েছে।